মাঠে শিক্ষার্থীদের রাতযাপন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৩

শিক্ষার্থীদের পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৩ মার্চ সব ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা শর্ত দিয়েছে, পরীক্ষার পর শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন শিক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এর আগেই দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা শুরু হলেও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসগুলো না খোলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো সচিত্র প্রতিবেদনে দেখা যায়, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ৬০–৭০ জন শিক্ষার্থী তোশক, কাঁথা, বালিশ ও কম্বল নিয়ে হোস্টেলের সামনে মাঠেই অনশন ও রাত যাপন করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও