প্রথম ছবির শুটিংয়ে আমির পুত্র জুনেইদ, দাদাকে শুভেচ্ছা ইরার
বলিউডের মিস্টার পারফেকশনিস্টের ছেলে তিনি ৷ তাই আমির পুত্র জুনেইদ খানের ওপর আলাদা চাপ আগে থেকেই ছিল ৷ আমিরের স্টারডমকে কাঁধে নিয়েই তাঁকে যে চলতে হবে সেটা জানতেন জুনেইদ ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা আসলে ঘটে থাকে ৷ বাবা-মা যদি স্টার হন, তাহলে তাঁর আলোর তলায় পড়ে একটু বেশিই চাপে থাকেন স্টার কিডেরা ৷ তারপর এখন তো আছেই নেপোটিজম বিতর্ক ৷
তবে এই সব বিতর্ক, আলোচনাকে সঙ্গে নিয়েই আমির পুত্র জুনেইদ এবার পা দিলেন মুম্বইয়ের শুটিং ফ্লোরে ৷ শুরু করলেন তাঁর প্রথম ছবির শুটিং ৷ আর দাদার এই শুভ শুরুওয়াতে শুভেচ্ছা জানালেন বোন ইরা খান ! যশরাশ ছবির ব্যানারেই তৈরি হতে চলেছে আমির পুত্র জুনেইদ খানের ‘মহারাজা’ ৷ ছবির পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা ৷
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে