![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcorona-20210217085342.jpg)
রোগীর মৃত্যুর পর কক্ষে তালা দিয়ে পালালেন ডাক্তার-নার্স
কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকার ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মোবারক হোসেন (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। এ সময় হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সকল স্টাফ পালিয়ে যান। মঙ্গলবার রাত ৮টা শুরু হয় এসব ভাঙচুর। রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।