কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একটি প্রাণের মূল্য

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১১

জনতাকে কী ভাবে ছত্রভঙ্গ করিতে হয়, কলিকাতা পুলিশ তাহা জানে না, কথাটি বিশ্বাস করিবার মতো নহে। ইতিহাস, এমনকি সাম্প্রতিক ইতিহাস বলিতেছে, প্রতিবাদী জনতা সামলাইবার অভিজ্ঞতা তাহাদের বিপুল। তবু, বামপন্থী সংগঠনগুলির নবান্ন অভিযানের দিন কলিকাতা পুলিশ তাহাদের যাবতীয় অভিজ্ঞতা লালবাজারে তালা দিয়া রাখিয়া ঠ্যাঙাড়ে বাহিনীতে পরিণত হইল। মিছিল হইতে উস্কানি ছিল, এই অজুহাত পাতে দিবার যোগ্য নহে, কেননা মিছিলের জনতা যে বিশৃঙ্খল হইতে পারে, মারমুখী হইতে পারে, এই সব কথা পুলিশের অজানা থাকিবার কথা নহে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও