একটি প্রাণের মূল্য
জনতাকে কী ভাবে ছত্রভঙ্গ করিতে হয়, কলিকাতা পুলিশ তাহা জানে না, কথাটি বিশ্বাস করিবার মতো নহে। ইতিহাস, এমনকি সাম্প্রতিক ইতিহাস বলিতেছে, প্রতিবাদী জনতা সামলাইবার অভিজ্ঞতা তাহাদের বিপুল। তবু, বামপন্থী সংগঠনগুলির নবান্ন অভিযানের দিন কলিকাতা পুলিশ তাহাদের যাবতীয় অভিজ্ঞতা লালবাজারে তালা দিয়া রাখিয়া ঠ্যাঙাড়ে বাহিনীতে পরিণত হইল। মিছিল হইতে উস্কানি ছিল, এই অজুহাত পাতে দিবার যোগ্য নহে, কেননা মিছিলের জনতা যে বিশৃঙ্খল হইতে পারে, মারমুখী হইতে পারে, এই সব কথা পুলিশের অজানা থাকিবার কথা নহে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- মিছিল
- ছাত্র
- জনতা
- মারমুখী আচরণ