কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সঙ্কট মোকাবেলায় আরো সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য আমদানি করতে চায় সরকার

নয়া দিগন্ত খাদ্য অধিদপ্তর প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৩

সঙ্কট মোকাবেলায় আরো সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য আমদানি করতে চায় সরকার। এর মধ্যে চাল আমদানি করা হবে ১১ লাখ ছয় হাজার ৮৫৮ মেট্রিক টন এবং গম আমদানির পরিমাণ তিন লাখ ৪২ হাজার ৬৭১ মেট্রিক টন। এই খাদ্যশস্য চলতি অর্থবছরের বাদবাকি সময়কালে আমদানি করা হবে। অর্থবছরের বাকি সময় রয়েছে সাড়ে চার মাসেরও কম। এত অল্প সময়ে এই খাদ্যশস্য আমদানি করা নিয়েও অনেকটা সংশয় রয়ে গেছে।

এত বিশাল পরিমাণ খাদ্যশস্য আমদানির কারণ ব্যাখ্যা দিতে গিয়ে খাদ্য বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, চলমান করোনা পরিস্থিতির পাশাপাশি গত বছর বন্যা, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড় আমফানের কারণে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত এবং অভ্যন্তরীণ উৎস থেকে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও