সিরাজগঞ্জে ২০০ বছরের দইমেলা

এনটিভি সিরাজগঞ্জ সদর প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জের মুজিব সড়কে বসেছে ২০০ বছরের ঐতিহ্যবাহী দইমেলা। এ মেলায় শুধু দই নয়, পাওয়া যায় খই, চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা, কদমাসহ নানা ধরনের খাবার। আজ মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ দইমেলায় ভিড় করছে ক্রেতা-বিক্রেতারা। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় ঘোষদের বসবাস। দীর্ঘদিন ধরে তারাই তৈরি করে আসছে নানা রকমের সুস্বাদু দই, মিষ্টি।

শ্রীপঞ্চমী তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই তিথিতে শিক্ষার্থীরা ভক্তিসহকারে সরস্বতী দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। আর সরস্বতীর পূজায় ভোগ হিসেবে ফলমূলের পাশাপাশি দেয় মেলা থেকে কেনা সুমিষ্ট দই। বছরের এ সময়ে আত্মীয়স্বজন আসে তাদের কুটুম বাড়িতে। আর এ উপলক্ষে বিশেষ করে জামাইরা বেশি করে দই কিনে শ্বশুরবাড়ির জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও