শেষ ২ টেস্টে নেই মইন
ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে মইন আলিকে পাচ্ছে না ইংল্যান্ড। পরিবারকে সময় দিতে দেশে ফিরে যাচ্ছেন এই ব্যাটিং অলরাউন্ডার।
মইনকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তবে তাকে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে পাওয়ার আশা করছে ইংল্যান্ড। সফরকারীদের ১৬ জনের টি-টোয়েন্টি দলে আছেন তিনি।