![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpurnima-20210216165525.jpg)
আলো ছড়াতে চুক্তি করলেন পূর্ণিমা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫
চিত্রনায়িকা পূর্ণিমা এবার আসছেন নতুন মিশন নিয়ে। উপস্থাপক হিসেবে শুরু করতে যাচ্ছেন একটি সেলিব্রিটি শো নিয়ে। এর নাম ‘পূর্ণিমার আলো’। মমতাজ হারবাল প্রোডাক্টসের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্মাণ করবে দেশ টিভি।
এই অনুষ্ঠান উপলক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো পূর্ণিমার সঙ্গে দেশ টিভি ও মমতাজ হারবালের। আজ রজধানীর কাওরান বাজারের রেইনি রুফ রেস্তোরায় অনুষ্ঠানটি হয়েছে।