বিশ্বনাথে কুকুরের টিকাদাস কর্মসূচি ১৯-২৩ ফেব্রুয়ারি

বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৪

জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ব্যাপকহারে কুকুরের টিকাপ্রদান কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত বাস্তবায়িত হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম সুপারভাইজার রাসেল আহমদ তার বক্তব্যে জানান, আগামী ১৯-২৩ ফেব্রুয়ারি টানা পাঁচদিন সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্বনাথ পৌরসভা এবং আট ইউনিয়নে ভাসমান ও গৃহপালিত কুকুরকে টিকাপ্রদান করা হবে। পৌরসভায় ৪টি টিম ও প্রতি ইউনিয়নে ২টি টিম কাজ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও