মেজাজ দেখিয়ে নিষেধাজ্ঞার শঙ্কায় কোহলি

প্রথম আলো চেন্নাই/মাদ্রাজ প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৪

চেন্নাই টেস্টে অসাধ্যসাধনের লক্ষ্য নিয়ে নেমেছে ইংল্যান্ড। ৪৮২ রানের লক্ষ্যে নামা সফরকারীরা কালই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। ৫৩ রান করা ইংল্যান্ডকে বাকি দুই দিনে তুলতে হবে ৪২৯ রান। এটা যে প্রায় অসম্ভব, সেটা জানেন সবাই। ভারতের মাটিতে ইংল্যান্ডের রান তাড়ার এ চেষ্টাটা কাল রাত পর্যন্ত টিকে আছে উইকেটে জো রুট আছেন বলে। টানা তিন টেস্টে তিনটি দেড় শ ছাড়ানো খেলে ডন ব্র্যাডম্যানের পাশে বসা রুট স্পিনের বিপক্ষে বিশ্বের সেরাদের একজন বলেই এখনো স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

গতকাল দিনের শেষ ওভারেই স্বপ্নটা যেতে বসেছিল ইংল্যান্ডের। অক্ষর প্যাটেলের ওভারের প্রথম বলই প্যাডে আঘাত হেনেছিল। ভারতের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার নিতিন মেনন। ভারত রিভিউ নেয়। রিভিউ দেখায়, বলটা ঠিকই স্টাম্পে লাগত। কিন্তু বল প্যাডে আঘাত হানার সময় বলের পঞ্চাশ ভাগ স্টাম্পের বাইরে থাকায় সিদ্ধান্তটা আম্পায়ার্স কল বলেই জানিয়ে দেন তৃতীয় আম্পায়ার। ফলে, সে যাত্রা বেঁচে যান রুট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও