![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F884ed74b-dc13-46b0-af71-ef0bafe66aeb%252FJeff_Bezos_to_Pass_on_Leadership_to_Andy_Jassy.jpg%3Frect%3D0%252C0%252C1383%252C726%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বিশ্বজোড়া ব্যবসা, জন্ম কিন্তু গ্যারেজে
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০০
পেরুর আন্দিজ পর্বত কিংবা মনতারো নদীর নাম মানুষ খুব একটা জানে না। কিন্তু সেখান শুরু হওয়া বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজনের নাম তৃতীয়-চতুর্থ শ্রেণির বাচ্চারাও জানে। তেমনি গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের জায়গায় বিশ্বখ্যাত কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল, সেটিও মানুষের অজানা। আমাজন নামের এই প্রতিষ্ঠানকে এখন গোটা পৃথিবী চেনে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শীর্ষ ধনী
- জন্ম
- জেফ বেজোস