ফরিদপুরের সালথা উপজেলায় ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। প্রতিবছর এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলাগাছ, কাপড় বাঁশের কঞ্চি দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেখানে তেমন কোনো আয়োজনও নেই। ফলে বাংলাভাষা রাষ্ট্রভাষায় পরিণত হওয়ার ইতিহাস অজানাই থেকে যাওয়ার সম্ভাবনা নতুন প্রজন্মের কাছে।
জানা যায়, উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের সংখ্যা মোট ১০১টি। প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭৬টি। এরমধ্যে ২০টিতে নেই শহীদ মিনার। মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ রয়েছে মোট ২৫টি। এরমধ্যে ১২টিতে নেই শহীদ মিনার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.