চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখানোর পরে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার প্রথম আলোকে বলেন, বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে গতকাল রোববার রাতে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.