![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F1fef1195-b1a2-459a-b625-ed9016f40b86%252Froad_accident_02.png%3Frect%3D0%252C115%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সরিষাবাড়ীতে ট্রাকচাপায় পাটকলের শ্রমিকনেতা নিহত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পাটকলের শ্রমিকনেতা নিহত হয়েছেন। রোববার দুপুরে সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকনেতার নাম চান মিয়া (৫৫)। তিনি পৌর শহরের শিমলা বাজারে অবস্থিত এআরএ পাটকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার কুবলিবাড়ি এলাকায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাটকল শ্রমিক
- ট্রাকচাপায় নিহত