You have reached your daily news limit

Please log in to continue


যমজ সন্তান গর্ভে থাকা অবস্থায় আবারো গর্ভবতী এই যুবতী!

বিরল ঘটনা পৃথিবীতে। যমজ সন্তান ধারণের ১০ থেকে ১১ দিন পর আবার গর্ভবতী হন তিনি। সোনোগ্রাফি করে জানতে পারেন, তৃতীয় সন্তান এসেছে তার গর্ভে। শুনে অবাক আমেরিকার এই টিকটক স্টার। গোটা ঘটনা তুলে ধরলেন টিকটকে। খবর নিউইয়র্ক পোস্টের। তবে প্রশ্ন হল কীভাবে?‌ যার ফলোয়ার্স প্রায় দুই লাখ ৩৫ হাজার জন। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে নাচতে দেখা যাচ্ছে। তিন সন্তানকে গর্ভে নিয়ে সম্পূর্ণ সুস্থ মা। চিকিৎসকরা জানিয়েছেন, তার তৃতীয় ডিম্বাণু উৎপাদন হয়েছে। সাধারণত একবার সন্তান গর্ভে এলে শরীর নিজে থেকেই হরমোনগুলোকে আটকে দেয়। নতুন করে আর নিষেক ঘটতে দেয় না। তবে তরুণীর ক্ষেত্রে তা হয়নি। প্রতি মাসে দু'‌বার ডিম্বাণু উৎপাদন করেন ১০ শতাংশ নারীরা। তাদের মধ্যে ০.‌৩ শতাংশ নারীরা একই সময় দ্বিতীয়বার গর্ভধারণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন