‘প্রেম-ভালোবাসা-উৎসব নেই, ফুল বিক্রিতেও ভাটা’

জাগো নিউজ ২৪ শাহবাগ থানা প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪১

‘মানুষ ফুল কি কিনব, করোনায় মনে শান্তি নাই। প্রেম ভালবাসা উৎসবও নাই। ফুলের কদরও কম।’ রাজধানী শাহবাগে শিশুপার্ক সংলগ্ন ফুলের আড়তের সামনে দাঁড়িয়ে এভাবে হতাশার কথা জানাচ্ছিলেন বিক্রেতা শাহ আলম।

আড়ত থেকে ফুল কিনতে এসেছিলেন শাহ আলম। তিনি ফুল বিক্রি করেন খিলগাঁওয়ের তালতলা এলাকায়। বিক্রিতে ভাটা তাই আড়ত থেকে কিনছেনও কম। শাহ আলম বলেন, গতবছর গোলাপসহ এক হাজার ২০০ পিস ফুল কিনেছিলাম। সব বিক্রিও করেছিলাম। কিন্তু এবার ফুল বিক্রি কম। গত দুইদিন বাজারের পরিস্থিতি দেখে আজ মাত্র ২০০ পিস ফুল নিয়ে যাচ্ছি। বেশি নিলে লোকসান গুণতে হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও