বসন্ত আর ভালবাসা দিবসে সৌরভ ছড়াচ্ছে ঝিনাইদহের ফুল

ডেইলি বাংলাদেশ ঝিনাইদহ প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৬

ভালোবাসা প্রকাশের মহামূল্যবান ফুলটি দেশের অগনিত তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষের হাতে তুলে দিতে প্রস্তুত ফুলচাষিরা। ভালবাসা দিবস, বসন্ত বরণ, বাংলা ও ইংরেজি নববর্ষ, স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো দিনগুলোতে ফুলের বেশি চাহিদা থাকে। আর এই চাহিদার সিংহভাগ যোগান দিয়ে থাকে এই ঝিনাইদহ এলাকার ফুল চাষীরা।
জাতীয় ও বিশেষ দিনগুলো ছাড়াও সারাবছর এ অঞ্চলের উৎপাদিত ফুল দেশের চাহিদা মেটাতে ভূমিকা রাখে।

যশোরের পরেই দেশের দ্বিতীয় বৃহত্তম ফুল উৎপাদনকারী এলাকা ঝিনাইদহ। ১৯৯০ সালের পর থেকে এখানে ফুলের চাষ শুরু। বর্তমানে জেলার ৬টি উপজেলায় প্রায় ২শ হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে। তবে কৃষি বিভাগের তথ্যমতে ১৭০ হেক্টরের বেশি জমিতে ফুল চাষ হচ্ছে। সবচেয়ে বেশি ফুলচাষ হয় কালীগঞ্জ উপজেলাতে। এলাকাটি ফুলনগরী হিসাবে খ্যাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও