সিসায় বিষাক্ত গ্রামটির মাটি
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের একটি গ্রাম আঙ্গুলকাটা। এই গ্রামের মাটিতে প্রয়োজনের তুলনায় ১৩৮ গুণ সিসার উপস্থিতি মিলেছে। গ্রামের জমিতে উৎপাদিত খড়ে সিসার উপস্থিতি ২ হাজার ৫৫৬ গুণ। গ্রামের মাটি ও কৃষিপণ্যের সাতটি নমুনা পরীক্ষা করে এই তথ্য দিয়েছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট।
এমন অবস্থায় ওই এলাকার জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাণঘাতী সিসার বিষক্রিয়া থেকে মুক্তি পেতে সেখানকার খেতখামারে উৎপাদিত কৃষিপণ্য খাদ্যতালিকা থেকে সরিয়ে নেওয়া উচিত বলেও মত তাঁদের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হুমকির মুখে
- পরিবেশ
- মাটি
- সীসা
- জীববৈচিত্র্য