‘ভালোবাসা দিবস ও ফাল্গুন বোঝাই যাচ্ছে না’
ফুল বিক্রির ধুম পড়তো এ দিন। করোনা মহামারি শুরুর পর থেকে ফুলের বিক্রি তলানিতে ঠেকেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে থাকলেও বিক্রি নেই আগের মতো। শাহবাগের ফুল বিক্রেতা ইনামুল হক বলছেন, ‘আজ যে পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস তা বোঝাই যাচ্ছে না। ফুল কিনতে মানুষ আসছেই না। আগের মতো উৎসবের আমেজও নেই।’
ফুল বিক্রেতারা বলছেন, আগে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে কাস্টমাররা এসে তাদের দারুণ ব্যস্ত রাখতো। এখন তারা উল্টো ক্রেতার অপেক্ষায় আছেন। দুয়েকজন আসলেও ফুল বিক্রির জন্য প্রতিযোগিতায় নামতে হয়।
রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকে দোকান খুলে অপেক্ষা করছেন বিক্রেতারা। ভিড় নেই বলতে গেলে। কিছুক্ষণ পর পর কয়েকজন ক্রেতা আসছেন। কেউ দুয়েকটা ফুল নিচ্ছেন, কেউ দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন।