ভেনিজুয়েলায় পৌঁছল তেল শোধনের ইরানি উপাদান
ইরানি অনুঘটক নিয়ে একটি বিমান জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগতে থাকা ভেনিজুয়েলায় অবতরণ করেছে। লাতিন আমেরিকার এই দেশটিকে তার খনি থেকে উত্তোলিত তেল পরিশোধনে সহায়তা করার লক্ষ্যে ইরান ওই অনুঘটক পাঠিয়েছে।
ভেনিজুয়েলার নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দৈনিক নয় লাখ ৫৫ হাজার ব্যারেল তেল শোধনে সক্ষম সেদেশের ‘প্যারাগুয়ানা’ তেল শোধনাগারের জন্য ইরানি অনুঘটক পাঠানো হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সংকট
- উপাদান
- তেল শোধনাগার
- তীব্রতা