পাকিস্তানকে সহজেই হারিয়ে সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা। গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারী) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে সফরকারীরা। পাকিস্তানের দেওয়া ১৪৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। যার ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের ফিফটি আর ফাহিম আশরাফের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৪৪ রান করে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি (১০৪) করা মোহাম্মদ রিজওয়ান শনিবার করেন ৫১ রান। শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান অলরাউন্ডার ফাহিম আশরাফ। মাত্র ১২ বল মোকাবেলায় ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.