নীলফামারীতে রঙ-বেরঙের মুরগির ছানায় তোলপাড়
রঙ-বেরঙের মুরগির ছানা দেখে লোভ সামলাতে পারেননি আহাদ আলী। বেশি টাকায় আকর্ষণীয় ছানাগুলো কেনেন তিনি। কয়েকটি দিন পর বেরিয়ে আসে আসল রহস্য। শুধু আহাদ আলীই নয়, অন্যান্য ক্রেতারা বিষয়টি টের পেলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
সম্প্রতি জেলার সৈয়দপুর বাজার, রেলগেট বাজার, আদানি মোড়, ঢেলাপীর বাজারসহ গ্রামের হাটবাজারগুলোতে কৃত্রিম রঙ দিয়ে রাঙিয়ে মুরগির ছানা বিক্রি করা হচ্ছে। আর প্রতারিত হচ্ছেন ক্রেতা সাধারণ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রং
- বার্ড ফ্লু
- মুরগি
- তোলপাড়
- মুরগির বাচ্চা