চীনে ছুটির মৌসুমে রেল ভ্রমণ কমেছে ৬৯%
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে বিধিনিষেধের কারণে চীনে চান্দ্র নববর্ষের ছুটিতে রেল ভ্রমণ প্রায় ৬৯ শতাংশ কমে গেছে। গতকাল চীনা স্টেট রেলওয়ে গ্রুপ জানিয়েছে, ২৮ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার যাত্রী রেল ভ্রমণ করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ দশমিক ৮ শতাংশ কম। খবর এপি।
পূর্ব এশিয়ার দেশটির এ ছুটির মৌসুমের ভ্রমণকে সাধারণত বিশ্বের বৃহত্তম মানব ভ্রমণ হিসেবে বিবেচনা করা হয়। যেখানে শহুরে বাসিন্দা, অভিবাসী কর্মী ও শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে মিলিত হতে নিজ বাড়িতে ফিরে যায়।