পাকিস্তানে ‘করোনায়’ শেষ সাদা বাঘ
পাকিস্তানের একটি চিড়িয়াখানায় গত মাসে মারা যায় সাদা বাঘের দুই শাবক। প্রাণী দুটির বয়স হয়েছিল মাত্র ১১ সপ্তাহ। এখন কর্মকর্তারা বলছেন, শাবক দুটি করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে। কারণ, ময়নাতদন্তে দেখা গেছে, শাবক দুটির ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত ছিল ও সংক্রমণে ভুগছিল। যদিও প্রাণী দুটির করোনার নমুনা পিসিআর পরীক্ষা করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চিকিৎসা শুরুর চার দিন পর গত ৩০ জানুয়ারি লাহোর চিড়িয়াখানায় মারা যায় শাবক দুটি। তখন কর্মকর্তারা ভেবেছিলেন, প্যানলিউকোপেনিয়া ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে শাবক দুটি।