![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Feb/1613131681_main.jpg)
উপরতলার চাপে ঘর ছেড়ে রথে দ্রৌপদী, চার রাত পাঁচ দিনের সফরে রূপা গঙ্গোপাধ্যায়
দলের সভা, সমাবেশ বা বৈঠকে কার্যত তাঁর দেখাই মিলছিল না। রাজ্য বিজেপি-তে এমন প্রশ্নও তৈরি হয়ে গিয়েছিল, উনি দলে আছেন তো? ঠিক সেই সময়েই তিনি রথে চড়ে বসেছেন! চার রাত পাঁচ দিনের জন্য ঘর ছেড়ে পথে বিজেপি-র রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। কী এমন হল?