You have reached your daily news limit

Please log in to continue


'বেতনভুক্ত' ছিনতাই চক্র! ব্যর্থ হলেও মেলে মজুরি

তারা আটজন 'বেতনভুক্ত' ছিনতাইকারী। থাকে নগরের বিভিন্ন স্থানে। কিন্তু চলে একসাথে দলবদ্ধ হয়ে। চলতে চলতে নিজেদের শিকারে পরিণত করে নিরীহ লোকজনকে। টার্গেট নির্ধারণের পরই তাকে ঘিরে চলে তাদের 'অপরাশেন'। ভিড়ের মধ্যেই টার্গেট করা ব্যক্তির কাছ থেকে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয় কৌশলে। সাধারণ পথচারীদের বুঝতে দেওয়া হয় না গ্রুপ ভিত্তিক ছিনতাইকারী চক্রের অভিনব এই কৌশল। দিনে কৌশলে ছিনতাই করলেও রাতে আবার নেমে যেতো সরাসরি অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ে। এজন্য দৈনিক কাজের ভিত্তিতে বেতনও পেতেন তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন