৩৫ কোটি টাকার ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের চাষিরা
দরজায় কড়া নাড়ছে বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এ তিন দিবসে ফুলের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজ্য খ্যাত যশোরের গদখালি ও শার্শা এলাকার ফুলচাষিরা। ফুল ব্যবসায়ীদের কাছে পুরো ফ্রেরুয়ারি মাসটি উৎসবের মাস হিসেবে বিবেচিত হয়ে থাকে।
দুই বছর আগে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনের মন রাঙাতে গদখালীর ফুলচাষিরা নতুন উপহার হিসেবে এনেছিলেন 'লং স্টিক রোজ'।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাফল্য
- ফুল চাষি
- ব্যস্ত সময় পার