![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F852fdfbc-8b2e-44d0-baae-3d2528c9c460%252FUrsula_von_der_Leyen.jfif%3Frect%3D0%252C95%252C818%252C429%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
টিকা নিয়ে কৌশলগত ভ্রান্তির কথা স্বীকার ইইউ কমিশনের প্রেসিডেন্টের
প্রথম আলো
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৬
নিজেদের ব্যর্থতা স্বীকার করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা টিকা অনুমোদনে দেরি করেছি। টিকার উৎপাদন নিয়ে আমরা যতটা আশাবাদী ছিলাম, বাস্তবে তা হয়নি। এ কারণেই বিলম্বের ঘটনা ঘটছে। প্রতিশ্রুতির চেয়ে কম ডোজ সরবরাহ করায় সদস্য রাষ্ট্রগুলোয় টিকাদানের ক্ষেত্রে ধীরগতির সৃষ্টি হয়েছে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে