![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Freligion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fimam-20210212112159.jpg)
কাবা শরিফ ও মদিনায় অনুষ্ঠিত হবে জুমআ
মহামারি করোনার দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাবের এ সময়েও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে জুমআ। ইতিমধ্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ১০টি মসজিদে নামাজ পড়া স্থগিত করা হয়েছে। এর মধ্যেও হারামাইন কর্তৃপক্ষ জুমআর ও খুতবার জন্য দুই জন ইমাম নির্ধারণ করেছেন।
সৌদি আরবের মসজিদগুলোতে ইতিমধ্যে রাষ্ট্র পরিচালিত সব দাওয়াতি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও কিছু অঞ্চলের মসজিদও স্থগিতের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট সূত্র।