যে আমলটি কবরের আজাব থেকে মুক্তি দেবে
ইত্তেফাক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৪
হজরত উসমান (রা) যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন কান্নায় তার দাড়ি ও বুক ভেসে যেত। লোকেরা জিগ্যেস করত, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন?
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- ইসলাম
- কবরের আজাব