![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcomilla-20210212082538.jpg)
সন্তানের অপহরণ নাটক সাজিয়ে ফেঁসে গেলেন মা
যে মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা, সেই মা প্রবাসী স্বামীর কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য নিজ শিশু সন্তানের অপহরণ নাটক সাজান। কিন্তু তা সফল হয়নি। এ ঘটনায় ওই শিশুর মাসহ তার নিকটাত্মীয় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনা ঘটেছে কুমিল্লার দাউদকান্দিতে। শিশু রুমানকে (৮) বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। রুমান দাউদকান্দির বিটেশ্বর এস আর আদর্শ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র এবং উপজেলার তিনপাড়া গ্রামের প্রবাসী নাসির মিয়ার ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অপহরণ
- অপহরণ নাটক