![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fe93e465f-1174-405c-94e8-2c0a497eb6f8%252FPANCHAGARH.png%3Frect%3D0%252C116%252C1620%252C851%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
‘মায়ের রক্তে পাকা রাস্তাটা লাল হয়েছে’
পঞ্চগড়ের বোদা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত বুধবার প্রতিবেশীদের দুই দফা হামলায় নিহত হন সুফিয়া খাতুন। প্রথম দফা হামলার পর তাঁকে যখন ভ্যানে হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখন দ্বিতীয় দফা হামলা চালিয়ে মোটরসাইকেলের চাকা তুলে দেওয়া হয় আহত সুফিয়ার ওপর। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিহত
- জমি সংক্রান্ত বিরোধ