এবার গলফ খেলতে দেখা গেল জ্যাক মাকে
দুই মাসের বেশি সময় খোঁজ মেলেনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা ও অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মার। তিনি কোথায়, কী অবস্থায় আছেন; তা নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছিল না। কেউ বলছিলেন তিনি সিঙ্গাপুরে পালিয়ে গেছেন, কেউ বলছিলেন তিনি গৃহবন্দী হয়েছেন। পরে গত ২০ জানুয়ারি দেখা পাওয়া যায় তাঁর। চীনের গ্রামীণ শিক্ষকদের একটি অনলাইন সম্মেলনে একঝলক দেখা দেন জ্যাক মা।
তবে ওয়েবজগতে ৫০ সেকেন্ডের ওই উপস্থিতি ইতি টানতে পারেনি জল্পনার। অবশেষে আবার দেখা দিলেন জ্যাক মা। এবার চীনের হাইনান দ্বীপে গলফ খেলতে দেখা গেছে এই ধনকুবেরকে। সেখানে সান ভ্যালি গলফ রিসোর্টে আছেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
ডেইলি স্টার
| টোকিও
১ বছর, ৬ মাস আগে