![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Foxford_vaccine.jpg%3Fitok%3DBYXIrFBV)
ডব্লিউএইচও’র নির্দেশনা: প্রথম ডোজের ৮-১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ
অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারের জন্য একটি নির্দেশিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, গতকাল বুধবার সংস্থাটির একদল বিশেষজ্ঞ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও তার সহযোগী অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরিভাবে ব্যবহারের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে।
ডব্লিউএইচও’র পরামর্শ— করোনার দুটি ডোজ ১৮ বছর বা তার বেশি বয়সীরা নিতে পারবে। তবে প্রথম ডোজ নেওয়ার আট থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া উচিত।
অক্সফোর্ড বলছে, এই ডোজিং পদ্ধতিটি ক্লিনিকাল ট্রায়ালগুলোতে কোভিড-১৯ প্রতিরোধে নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
সমকাল
| ভারত
১ বছর, ১ মাস আগে