পঞ্চগড়ে একটি বিরল প্রজাতীর সাপ উদ্ধার করা হয়েছে। লাল প্রবাল রং আর নিরীহ গোছের এই সাপটির নাম লাল কোরাল কুকরি। বাংলাদেশে এই প্রথম দেখা মিলল এই সাপের। পৃথিবীর নানা দেশে এই সাপ দেখা গেলেও বাংরাদেশে দেখা মিললো এই প্রথম।
বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকা থেকে এই নতুন প্রজাতির সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নতুন প্রজাতির এই সাপটির নাম 'রেড কোরাল কুকরি স্নেক' (Red Coral Kukri/Aligodon Kheriensis Snake)। পঞ্চগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী মো. সহিদুল ইসলাম এই সাপটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআরসি’র প্রশিক্ষক বোরহান বিশ্বাস রোমন এই সাপটি চট্টগ্রাম নিয়ে যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.