![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2015%252F09%252F06%252F2dbca46df639886a53a46d90dc212347-bar_logo.jpg%3Frect%3D0%252C68%252C600%252C315%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বার কাউন্সিলের লিখিত পরীক্ষা: যে ডকুমেন্ট জমা দিতে হবে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) বাতিল পাঁচ কেন্দ্রের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে এ পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।