আশুলিয়ায় বেক্সিমকোর পিপিই কারখানা চালু
করোনার কারণে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর চাহিদা দুনিয়াজুড়ে বেড়েছে। মহামারি ভাইরাসটি প্রতিরোধে টিকা এলেও আগামী কয়েক বছর পিপিইর প্রয়োজন হবে। সম্ভাবনাময় এই বাজার ধরতে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো।
কবিরপুরে প্রায় ২৫ একর জায়গায় ওপর কারখানাটি গড়ে তোলা হয়েছে। সেখানে ল্যামিনেটেড ফেব্রিকস বা কাপড়সহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হবে। সেই কাপড় থেকে জীবাণুমুক্ত ডিসপোজিবল আইসোলেশন ও ক্ল্যাসিক্যাল গাউন, পুনর্ব্যবহারযোগ্য আইসোলেশন গাউন, এন ৯৫ ক্যাপ টাইপ ও ফোল্ডেবল টাইপ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজিবল স্ক্রাবস, ওভেন ওকিটেন শু কাভার ও হেড কাভার তৈরি করা হবে।