জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মিয়ানমারে বিক্ষোভে গুলিবিদ্ধ নারী
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নেমে গুলিবিদ্ধ নারী।তার অবস্থা এখন আশঙ্কাজনক। মঙ্গলবার দেশটির রাজধানী নেপিদোতে তিনি গুলিবিদ্ধ হন। ওই বিক্ষোভে রাবার বুলেট, জলকামান, লাইভ রাউন্ড দিয়ে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। -বিবিসি
নাম প্রকাশে অনিচ্ছুক নেপিদো হাসপাতালে একজন মেডিকেল অফিসার গণমাধ্যমকে জানান, একজন নারী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অন্য একজনের বুকে চোট লেগেছে। মাথায় আঘাত পাওয়া নারী বর্তমানে আইসিইউতে। বুধবার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির পতাকা উড়িয়ে ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা প্রতিবাদ করেছে। মানবধিকার সংগঠন বলছে, ওই নারীর মাথায় গুলি লেগেছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গেলো সপ্তাহে কারফিউ জারির পরেও কয়েক হাজার মানুষ এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.