![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F10052c64-90f9-4837-bbbb-34bc7a026833%252F51c84787_1003_4834_acaa_1ada20341379.png%3Frect%3D0%252C115%252C1024%252C538%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ঘরেই তৈরি হচ্ছিল নামী ব্র্যান্ডের খাদ্যপণ্য
প্রথম আলো
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬
রাজধানীতে নামকরা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নকল খাদ্যপণ্য তৈরির দায়ে এক ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ইব্রাহিমপুরের স্বাধীনতা চত্বরের কাছে একটি বাসায় এসব পণ্য তৈরি হচ্ছিল। র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই বাসায় এ অভিযান চালান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযান
- ভ্রাম্যমাণ আদালত
- নকল পণ্য