![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202102/561866_186.jpg)
১১৬ বছর বয়সে করোনাজয়
দুনিয়াজুড়ে চলমান কোভিড-১৯ মহামারীকে হার মানিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১৬ বছর বয়সী ফরাসি নান এবং বৃহস্পতিবার নিজের ১১৭তম জন্মদিন উদযাপন করতে চলেছেন তিনি।
বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে যাচাই-বাছাই করে কমপক্ষে ১১০ বছরের বেশি বয়সীদের নিয়ে সবচেয়ে প্রবীণ ব্যক্তিদের তালিকা তৈরির কাজ করা জেরন্টোলজি রিসার্চ গ্রুপ জানিয়েছে, ফরাসি মহিলা লুসিলে রান্ডনকে বিশ্বের দ্বিতীয় প্রবীণ জীবিত ব্যক্তি হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে। জন্ম সনদে তার নাম সিস্টার আন্ড্রে।