দুই স্কুলে ৪৪ মৌচাক
জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌমাছির ঝাঁক গড়ে তুলেছে ৪৪টি মৌচাক। এর মধ্যে ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪টি ও একই ইউনিয়নের হনুমানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ৩০টি মৌচাক।
ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী বলেন, আমার বিদ্যালয়ের দেয়ালে এ পর্যন্ত ১৪টি মৌচাকের বাসা রয়েছে। স্কুলের জানালার কার্নিশে ঝুলছে মৌচাক।
এখন স্কুল বন্ধ। তাই অনেকটা নিরাপদ মনে করেই এখানে বাসা বেঁধেছে। শুধু এ স্কুলই নয়। তার উত্তর পাশে জামালপুরের শেষ সীমানা হনুমানের চর স্কুলেও বসেছে মৌচাক। তবে এ বিদ্যালয়ের চিত্র আরো ভিন্ন। স্কুলের পুরো জানালার কার্নিশে বসেছে ৩০টি মৌচাক। স্থানীয়া মনে করছে নিরাপদ থাকার কারণে মৌমাছি এখানে বাসা বেঁধেছে।