You have reached your daily news limit

Please log in to continue


ক্লাউডে সম্পাদনার আহ্বান জানানো যাবে ফটোশপ ও ইলাস্ট্রেটরে

ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে অ্যাডোবি। ফিচারটি ব্যবহার করে ফটোশপ, ইলাস্ট্রেটর বা ফ্রেস্কো’র ফাইল সম্পাদনার কাজ করতে পারবেন একাধিক ব্যক্তি। আইপ্যাড, আইফোন, ডেস্কটপ – সব প্ল্যাটফর্মেই সিনক্রোনাইজ করে সম্পাদনার কাজ করা সম্ভব হবে। “এখন থেকে সহযোগীরা শেয়ার করা ক্লাউড ডকুমেন্ট সম্পাদনা করতে পারবেন, একজন একজন করে। শুধু আপনার পিএসডি বা এআই ফাইলটি ক্লাউড ডকুমেন্ট হিসেবে সেভ করুন এবং অন্যকে সম্পাদনা করার আহবান জানান।” – এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে অ্যাডোবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন