সুড়ঙ্গে আটকা কর্মীদের ভয়ংকর ৭ ঘণ্টা
ভারতের উত্তরাখণ্ডে ধসের পর একটি সুড়ঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন বসন্ত বাহাদুর ও আরও ১১ জন। পানির প্রবল স্রোত থেকে বাঁচতে সুড়ঙ্গের ছাদে লোহার রড ধরে ঝুলেছিলেন তাঁরা। উদ্ধারকারীদের জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন সবাই।
চারপাশে তখন বন্যার পানি। আবর্জনা আর কাদায় ভরা সবকিছু। তপোবন বিষ্ণুগদ জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত দুটি সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গিয়েছিল পানি আর আবর্জনায়। গত রোববার ছোট একটি সুড়ঙ্গে আটকা পড়েন বসন্ত বাহাদুর ও অন্যরা। সেখান থেকে তাঁদের টেনে বের করে আনা হয়। বড় আরেকটি সুড়ঙ্গে আটকা ৩৫ জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ওই সুড়ঙ্গটির দৈর্ঘ্য ৮ কিলোমিটারের বেশি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উদ্ধার কাজ
- তুষারধস
- হিমবাহ
- সুরঙ্গ
- আটকা পড়া