অনন্য মামুনের ‘মেকআপ’ নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি
‘নবাব এলএলবি’র পর পরিচালক অনন্য মামুনের আরেক চলচ্চিত্র ‘মেকআপ’ নিয়েও আপত্তি তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ‘বাজেভাবে’ উপস্থাপনের অভিযোগসহ বেশ কয়েকটি সংলাপ ও দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে সেন্সর বোর্ডের সদস্যরা বলছেন, বিষয়টি পর্যালোচনা করে ছবিটি আটকে দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।
সেন্সর বোর্ডের সদস্য সংগীত পরিচালক শেখ সাদী খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবিতে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বাজেভাবে তুলে ধরা হয়েছে। ছবির বেশ কয়েকটি দৃশ্য নিয়ে সদস্যরা আপত্তি জানিয়েছেন। দৃশ্যগুলো বাদ দিয়ে কিংবা সম্পাদনা করে ছবিটি মুক্তি দেওয়া গেলে প্রযোজককে চিঠি দিয়ে তা অবহিত করা হবে।