![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F02%2F10%2Fdulquer_salman.jpg%3Fitok%3D3F_EF9En)
দুলকার সালমানের সিনেমায় ডায়ানা পেন্টি
এনটিভি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৫
নাম প্রকাশ না হওয়া নিজের একটি প্রযোজনায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন ভারতের দক্ষিণী তারকা দুলকার সালমান। এই কপ ফিল্মে বলিউড অভিনেত্রী ডায়ানা পেন্টির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এ সুদর্শন অভিনেতা।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, সম্প্রতি এ অভিনেতা-প্রযোজক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি বার্তা দিয়ে ডায়ানা পেন্টির নাম ঘোষণা করেছেন। দুলকার সালমান লিখেছেন, ‘আমাদের নতুন সিনেমায় তোমাকে স্বাগতম, ডায়ানা পেন্টি!