নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বেদেরা

জাগো নিউজ ২৪ সিরাজদীখান প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২

‘জলে ভাসা পদ্ম আমি, পেলাম শুধু ছলনা’- কালজয়ী এই বাংলা গানের মতো মুন্সিগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের তালতলা বাজারের বেদে পল্লীর বেদেদের জীবন। তাদের আছে নাগরিক অধিকার কিন্তু নেই কোনো নাগরিক সুবিধা।

বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি যাযাবর জনগোষ্ঠী। আগে তারা নৌকায় করে বিভিন্ন এলাকায় অস্থায়ী ভাবে অবস্থান করেলেও। বর্তমানে তার ভিন্ন চিত্র। প্রায় যুগের পর যুগ ধরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন ইউনিয়নে রয়েছে তাদের বসবাস। গ্রামে গ্রামে ঘুরে চুড়ি-ফিতা ফেরি করে বিক্রি আর নদীতে মাছ ধরে কোনো রকমে চলছে বেদে পল্লীর বেদেদের জীবন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও