You have reached your daily news limit

Please log in to continue


ভারতে হিমবাহ ধস: সুড়ঙ্গে আটকা পড়াদের ভাগ্যে কী?

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। সেখানে একটি সুড়ঙ্গের ভেতর আরও ৩৫ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের জীবিত উদ্ধারে প্রানপণ পরিশ্রম করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তারাসহ এখনও প্রায় ১৯৭ জন নিখোঁজ আছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত রোববার উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশিমঠে হিমবাহ ধসে কাছের অলকনন্দা ও ধউলিগঙ্গা নদীতে প্রবল হড়পা বান দেখা দেয়, পানির তোড়ে পাঁচটি ঝুলন্ত সেতু ভেসে যায়, ঘরবাড়ি ও নিকটবর্তী এনটিপিসি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়; ঋষিগঙ্গার কাছে তপোবন বিষ্ণুগাদ হাইড্রোলিক পাওয়ার প্রজেক্টও ধ্বংস হয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন