সংস্কার আসছে সৌদির বিচার ব্যবস্থায়
আধুনিকতার পথে নিয়ে আসতে ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। বিচার ব্যবস্থার দক্ষতা ও অখণ্ডতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে ব্যাপক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সোমবার (৮ ফেব্রুয়ারি) নতুন এক সেট খসড়া আইন অনুমোদনের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ পদক্ষেপের মাধ্যমে লিখিত আইনের দিকে যাত্রা শুরু করবে সৌদি আরব। যুবরাজ সালমান বলেন, নতুন সংস্কার নতুন ধারার প্রতিনিধিত্ব করে। এর মাধ্যমে মামলার রীতি ও তদারকির পদ্ধতিগুলোর নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে।