টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে শাহপরীর দ্বীপ বিওপির দক্ষিণে গোলারচর পয়েন্ট এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫২ হাজার পিস ইয়াবা ও একটি বন্দুক পাওয়া গেছে। এই ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, দু’জন লোককে নৌকায় করে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাড়া করেন। এ সময় বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্র এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন তারা। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি চালান। এক পর্যায়ে দু’জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়েন এবং অপরজন সাঁতার কেটে পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশি করে ইয়াবা ও বন্দুক পাওয়া যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১১ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে